রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন নেতা তপন সরকার হত্যার ঘটনায় জড়িত শিবির ক্যাডারেদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যারয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে তারা।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন বলেন, শহিদ তপনের হত্যাকা-ের সঙ্গে জড়িতদের এখনো বিচারের আওতায় আনা হয় নি। ক্যাম্পাসে মৌলবাদী শক্তি এখনো বিরাজমান। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তি শিক্ষাঙ্গনের পরিবেশকে বিনষ্ট করছে। এসময় তিনি চারটি দাবি জানান সরকারের কাছে। দাবিগুলো হল- শহীদ তপন সরকারের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা দিতে হবে, ৭ ফেব্রুয়ারিকে ক্যাম্পাসে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করার উদ্যোগ নিতে হবে, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে বদ্ধভূমি পর্যন্ত সড়কের নাম ‘শহিদ তপন সড়ক’ করতে হবে এবং ক্যাম্পাসে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহিদ শামসুজ্জোহা হলের সামনে শিবিরের ক্যাডারদের হাতে খুন হন তপন সরকার।