বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আইসিটি প্রকল্প দেশব্যাপী গুণগত প্রশিক্ষণ প্রদান করছে। ইতোমধ্যে এ সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এসব প্রশিক্ষিত তরুণ-তরুণী অনেক সময় তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পায় না। এজন্য তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেরকোল ইউপি চেয়ারম্যান ও সমজান আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে আইসিটির মাধ্যমে অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ঘটছে। এক সময় এই আইসিটি ব্যবহারের ফলে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের কাতারে স্থান লাভ করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল জব্বার, শেরকোল সমজান আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী প্রমুখ। প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।