তরুণ শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ : লিটন

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদপত্র অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, তরুণ শিক্ষার্থীরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। দেশে শিক্ষার হার বেড়েছে। উন্নত জাতির অন্যতম শর্ত শিক্ষা। এজন্য উন্নয়নশীল রাষ্ট্রের পরিচয় পেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব হওয়ায় দেশে শিক্ষার উন্নয়ন ও সফলতার জোয়ার বইছে। গতকাল সোমবার বিকেলে নগরীর কাদিরগঞ্জ সাফাওয়াং কমিউনিটি সেন্টারে রাজশাহী কিন্ডারগার্টনে স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক।

এ বিভাগের অন্যান্য সংবাদ