রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
জিপিএ-৫ পাওয়া জাহিদ হাসান তাজ-সোনার দেশ
এইসএসসি পরীক্ষায় তানোর কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে জাহিদ হাসান তাজ। সে তানোরের সাংবাদিক টিপু সুলতানের ভাতিজা। তাজের বাড়ি তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে।
তাজের বাবা শামসুজ্জোহা দুলু তানোর মহিলা কলেজে ও মা জিন্নাতুন সুকদেবপুর উচ্চবিদ্যালয়ে চাকরি করেন। তার এই ভালো ফলাফনের জন্য বাবা-মাসহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।