তানোরে আগুনে পুড়ল এক মালিকের তিন দোকান

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ


তানোর ( রাজশাহী) সংবাদদাতা:


রাজশাহীর তানোরে এক ব্যক্তির মাইশা ষ্টোর নামে পাশাপাশি তিনটি দোকানে আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। রোববার (৩ নভেম্বর) ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক হলেন, চিমনা এলাকার মৃত শমসের মন্ডলের ছেলে আলহাজ্ব মাসিম মন্ডল।
আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তানোর স্টেশন ম্যানেজার রাশেদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটা দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

দোকান মালিক মাসিম মন্ডল বলেন, ‘ফায়ার সার্ভিসের অভিযানে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে পাশাপাশি তিন দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়, কিছুই উদ্ধার করতে পারিনি।’

আগুন লাগার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘সবাই হয়তো বলবে শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আসলে তা নয়, শর্ট-সার্কিট হওয়ার মতো কোনো ইস্যু নেই দোকানে। কেউ হয়তো শত্রুতা করে আগুন লাগিয়েছে। এটা তদন্ত করলে পাওয়া যাবে।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।