সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর উপজেলার কামারগাঁ ইউপি’র ৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাবুবুর রহমানের মৃৃত্যুতে শোক জানিয়েছেন সাংসদ ওমর ফারুক বৌধুরীসহ বিভিন্ন নেতাকর্মীরা।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত সোমবার মাহাবুব রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মেয়েকে দেখতে গিয়ে রাতে হার্ড এ্যাটাক হয়। এসময় তাকে রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও আতœার শান্তি কামনা ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আ’লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী (এমপি), তানোর উপজেলা আ’লীগ সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, তানোর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও কামারগাঁ ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
রাজশাহী জেলা যুবলীগ সাবেক সহসভাপতি আলমগীর মুর্শেদ রন্জু, তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লৎফর হায়দার রশিদ ময়না, কামারগাঁ ইউপি আ’লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, তানোর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আরব আলী, যুবলীগ নেতা রানা প্রমুখ।