তানোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কৃষকের নাম আবুল হোসেন (৫৫)। ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কলহ হতো আবুল হোসেনের। তাদের ঘরে দুই ছেলেসন্তান রয়েছে। কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি।

রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ