সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলায় শফিকুল ইসলাম (৪৬) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শফিকুল উপজেলার মু-ুমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আবদুল গফুরের ছেলে। গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাকড়া পুকুর নামক এলাকার একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মু-ুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামসুল হক জানান, সকালে গাছের ডালে শফিকুলের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শফিকুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত তানোর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’