তানোরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ


তানোর (পৌর) প্রতিনিধি :


রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

এ সময় রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৯ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

এ ছাড়া ১ হাজার ২০০ জনকে গম, ৫০ জনকে ভুট্টা, ৪০ জনকে চীনাবাদাম, ৩০০ জনকে মসুর, ৫০ জনকে শীতকালীন পেয়াজ, ১০ জনকে খেসারী বীজ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #