সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির কৃষক দলের আয়োজনে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাদারিপুর বাজারস্থ জিয়া পরিষদে ইউপি কৃষক দলের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সম্পাদক আব্দুর রফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক, ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ডায়মন্ড, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসাইন, সদস্য রঞ্জু আহমেদ, সজিব হোসেন প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিএনপি ও কৃষদ দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।