শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
তানোরের মুন্ডুমালা বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অধিদফতরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) অপূর্ব অধিকারী এ অভিযানে নেতৃত্বে দেন। এসময় মেসার্স ইসমাইল হোটেল অ্যান্ড মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স সৈকত হোটেল অ্যান্ড মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই মিস্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অভিযোগে মেসার্স শেখ মিস্টান্ন ভান্ডারকে ১ হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ক্রেতা-ভোক্তা ও সম্ভাব্য ক্রেতা-ভোক্তাদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়।