বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোরে গত শুক্রবার দিবাগত রাতে ৬ লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নিজামপুর গ্রামে। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির নিজামপুর গ্রামের সোযাল মন্ডলের ছেলে,ব্রজেন মন্ডল দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ লিটার চোলাই মদসহ তাকে আটক করে।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, আটককৃতকে শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।