মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে ছয় গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের আবদুল আলিম (৪০), শাফিকুল ইসলাম (৪০), মতি (৩৫), ওমর আলী (২৫), আবু বক্কর (২৬) ও মান্দা উপজেলার মূরশীদপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই কারুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ধানতৈড় গ্রামের রাস্তায় উপর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।