তানোরে জঙ্গি, মাদক ও বাল্যবিবাহ রোধে মানববন্ধন

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোর উপজেলায় মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও সন্ত্রাস  জঙ্গিবাদের কবল থেকে নির্মূলের লক্ষে  উপজেলা প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিবিদ. সাংস্কৃতি কর্মী, ও তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ, তানোর মহিলা ডিগ্রী কলেজ, তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়, কলমা ইউনিয়ন পরিষদ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থী, শিক্ষকেরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকালে বিভিন্ন রাস্তায় ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্যদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমীন,তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু প্রদীপ কুমার মজুমদার, অধ্যক্ষ বাবু বিষ্ণপদ সরকার, তানোর মহিলা কলেজের অধ্যাক্ষ ইসাহাক আলী, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তালন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনসহ মুন্ডুমালা কামেল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন, প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ