মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন এবং অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার ও শিক্ষকদের বিদায় উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর তানোরের দরগাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতি। আলোচনা সভায় শিক্ষক কল্যাণ সমিতি সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলমা ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ, সহকারি প্রথমিক শিক্ষা অফিসার শহিদুল ইলাম, একেএম মাসুদ রানা, আবদুস সামাদ, কলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনসহ ৭৮টি জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।