বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে গতকাল শনিবার সকালে গোল্লাপাড়া বাজারে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জাতীয় পাটির সভাপতি ও জেলা জাতীয় পাটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পাটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মোহনপুর উপজেলার জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক সালাউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,তানোর পৌর জাপার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মুন্ডুমালা পৌর জাপার সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কলমা ইউপির জাপার সভাপতি আব্দুল আজিজ, বাধাইড় ইউপির জাপার সভাপতি সিরাজুল ইসলাম, পাঁচন্দর ইউপির জাপার সভাপতি আব্দুস সালাম, সরনজাই ইউপির জাপার সভাপতি আব্দুর রহিম, তালন্দ ইউপির জাপার সভাপতি মহির উদ্দিন, কামারগাঁ ইউপির জাপার সভাপতি রফিক উদ্দিন, চাঁন্দুড়িয়া ইউপির জাপার সভাপতি মাহবুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।