রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর উপজেলার মুণ্ডুমালা কামিল মাদরাসা আয়োজনে শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
সভায় মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কাশিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, মুণ্ডুমালা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, মুণ্ডুমালা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুয়ায়ের ইসলাম ,প্রবীণ নেতা অধ্যাপক লুৎফর রহমান, শরিফ খান, মুণ্ডুমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, মুণ্ডমালা কামিল মাদরাসার সহকারী অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, সহকারী শিক্ষক মাহাবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এ দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল ঘাতকেরা। কিন্ত সে আশা তাদের পুরণ করতে দেয় নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। তার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলার মাটিতে খুনিদের বিচার হয়েছে। আর যারা দেশের বাইরে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। তিনি আরো বলেন, আমরা আত্ম মর্যদাশীল রাষ্ট্র গড়তে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এ সময় তিনি বলেন আগামী সংসদ নির্বাচনের আগেই তানোর-গোদাগাড়ী এলাকায় বেশির ভাগ উন্নয়ন কাজ শেষ হবে এবং আগামী দুই এক মাসের মধ্যেই মুণ্ডমালা ফরজ আলী ডিগ্রী কলেজের চার তলা নতুন ভবনের কাজ শুরু হবে। এর আগে মুণ্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠ থেকে একটি বিশাল শোক র্যালি বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।