তানোরে জাপার নির্বাচনী প্রস্তুতি সভা

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৪ পূর্বাহ্ণ

তানোর পৌর প্রতিনিধি


তানোরে জাপার নির্বাচনী প্রস্তুতি সভায় নেতারা -সোনার দেশ

রাজশাহীর তানোরে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তানোর থানা মোড়স্থ ইসলামী হোটেলে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচন প্রচারণা সম্পর্কে সভায় আলোচনা করা হয়।
সভায় তানোর জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাপার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। তানোর জাপার সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর জাপার সহসভাপতি মহির উদ্দিন, জোনাব আলী মাস্টার, তানোর জাপার প্রচার সম্পাদক এমদাদুল হক, তানোর পৌর জাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সহসভাপতি আবদুর জব্বার, প্রচার সম্পাদক সিজার মন্ডল, জাতীয় যুবসংহতির সভাপতি জাইদুর রহমান ও জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী নেতা মোসলেম উদ্দিনসহ উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন।