তানোরে জামায়াত নেতার বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫৪ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে জামায়াত নেতা আবদুুল জব্বারের বিরুদ্ধে মারপিট করে বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি তানোর পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি। গত রোববার সকালে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই দিন সন্ধায় বাড়ির মালিক জেসমিন আরা বেগম বাদি হয়ে জমায়াত নেতা আবদুল জব্বারসহ আটজনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে। অভিযোগ ও এলাবাসী সূত্রে জানা যায়, তানোর উপজেলার সাহাপুর গ্রামের জাইদুর রহমানের স্ত্রী জেসমিন আরা বেগম তানোর গোল্লাপাড়া মৌজায় আরএস খতিয়ান ৯ দাগ নম্বর ৩২১ পরিমাণ ৪ শতাংশ জমি কিনে প্রায় ১০ বছর ধরে পৌর প্লান মাফিক বাড়ি নিমার্ণ করে সেখানে বসবাস করে আসছেন।
হঠাৎ গত রোববার সকালে গোল্লাপাড়া গ্রামের মৃত তাহের মুণ্ডলের ছেলে জমায়াত নেতা আবদুুল জব্বার তার ছেলে মাসুদ রানাসহ বেশ কয়েকজন বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে গালিগালাজ করতে করতে জেসামিনের বাড়িতে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে তাকে মারপিট করে । এমন সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পালিয়ে যায় ।
এ নিয়ে গত রোববার সন্ধায় বাড়ির মালিক জেসমিন বাদি হয়ে জমায়াত নেতা আবদুুল জব্বারসহ আটজনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা আবদুুল জব্বার জানান, আমরা জেসমিন আরা বেগমের বিরুদ্ধে পৌর সভায় তিনফিট রাস্তা চেয়ে অভিযোগ করেছিলাম। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই পৌর কর্তিপক্ষ আমাকে তার বাড়ির ওয়াল ভেঙ্গে রাস্তা নিতে বলেছে। তাই তার ওয়ালের কয়েকটি ইট ভেঙ্গেছি। তবে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের বিষয়ে অভিযোগটি অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে জেসমিন আরা জানান, আমি তিনফিট রাস্তার জন্য জায়গা রেখেই পৌরসভার প্লান পাস করে বাড়ি করেছি। কিন্তু তারা বাড়ি করার সময় রাস্তার জন্য একফিটও ছাড়েনি। আমি গ্রাম থেকে এসেছি তাই তারা আমার কাছ থেকে জোর করে আরো তিনফিট রাস্তা নিতে চাইছে। আমি দিতে না চাওয়ায় আমার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে তারা আমাকে মারপিট করেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ