রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলায় নিবন্ধনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধন না নিয়ে রোগিদের বিভিন্ন পরীক্ষা করায় এই কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরনজাইয়ে অবস্থিত গ্রিন কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাব্বিল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আবিদা শিফাত বলেন, গ্রিন কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়াও প্রয়োজনীয় দক্ষ কর্মী ও চিকিৎসকের অভাবসহ নানা অনিয়ম পাওয়া গেছে। রোগিদের আল্ট্রাসনোগ্রাফি করার কোনও সার্টিফিকেট বা প্রশিক্ষণ ছিল না। পরিচালক আরও অনেক কিছু করেছেন যেগুলোর কোনও এখতিয়ার নেই।
সহকারী কমিশনার বলেন, ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়নি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে বৈধ নথি ছাড়া এটি পরিচালনা করা যাবে না। বৈধ কাগজপত্র ও দক্ষ কর্মী নিয়ে আসলে তারা আবার চালাতে পারবে।