তানোরে থানা পুলিশের সভা

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, মাদকদ্রব্য, বাল্যবিয়ে ও যৌন হয়রানিবিরোধী সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের রায়তান আকচা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সভাপতিত্বে সবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার কাউন্সিলর আবদুল বারী, সমাজ সেবক কেফাতুল্লাহ্ সরদারসহ স্থানীয় শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত সকলের সামনে স্থানীয় দুই চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ও এক সহায়তাকারী নারী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার লিখিত অঙ্গিকার করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ