সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরের মু-ুমালা বাজারের এক বাড়ি থেকে দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি গেছে। গতকাল সোমবার দুপুরে মু-ুমালা বাজারের মাথলেপাড়া আব্দুল মান্নান মাস্টারের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
মান্নান মাস্টার জানান, মাথলেপাড়ার নজরুল মুন্সির বাড়িতে ভাড়া থাকেন তিনি। গতকাল সকালে প্রতিদিনের মতো তিনি স্কুলে যান। তার স্ত্রী-ও তার মেয়ের বাড়িতে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে দুটি আলমারি ভেঙে নগদ দুই লাখ ১০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের সোনার গহনা চুরি করে নিয়ে গেছে।
মু-ুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ (এসআই) সামসুল হক জানান, মান্নান মাস্টারের বাড়িতে চুরির ঘটনায় প্রাথমিক তদন্ত করে সত্যতা মিলেছে। এই বিষয়ে মামলা করা হবে।