রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাাপত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্ত্বশাসিত এবং বে সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিত বার ( ৩১) তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা শুরু হয়। এরপরে পরিষদ চত্বরের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, তানোর পৌরসভা।
সকাল ৯ টার দিকে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড কর্তৃক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন, রচনা ও আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, বিশেষ প্রার্থনা। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশেন।
বিকেল ৩ টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসবের আয়োজক উপজেলা প্রশাসন এবং সভাগুলোর সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এর আগে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনিক ও তানোর এবং মুন্ডুমালা পৌরভবনে আলোকসজ্জা করা হয়।
এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।