সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
তানোর (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোরে নির্বাচনকে ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ। গত সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে থানার পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছেন। জানা গেছে, গত ৮ জানুয়ারি সোমবার সরকারি কাজে বাধাদানের অভিযোগে তানোর থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের পুত্র সাদ (৩০), সাদিপুর গ্রামের মৃত মকবুলের পুত্র শামিম (৪০), সাদিপুর মহল্লার মৃত সাইনার হকের পুত্র জাইদুর রহমান(৪৫), মুন্ডুমালা মহল্লার বকুল আহম্মেদ জার্জিস মাস্টারের পুত্র মফিজুল ইসলাম (২৫), মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লার মৃত অসীম আলীর পুত্র মিনহাজ আলী (২১), সাদিপুর মহল্লার সাইদুর রহমানের পুত্র শাহারিয়ার জামান (২১) ও আয়ড়া মহল্লার ইসমাইল হোসেনের পুত্র তুহিন ইসলাম (২১)।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নির্বাচনের ভোট গ্রহণ শেষে। সরকারি কর্মকর্তারা ভোট দানের বাক্স নিয়ে উপজেলার পথে আসার সময়। সরকারি কর্মকর্তাদেরকে বাধা প্রদান করেন কাচির সমর্থকরা। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে, তারা পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা করে চার পুলিশকে আহত করেন। এনিয়ে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তানোর থানায় মামলা হয়।