বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে প্রথমবারের মত উপজেলা পর্যায়ে পন্য বিপনন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পর্যায়ের বাজার মনিটরিংয়ের দুর্বলতায় ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও বাংলাদেশ ট্রেড এ-ট্যারিফ কমিশন সদস্য ওয়াদুদ হোসেন বলেন, বিশ্বব্যাপি খাদ্য সংকট হলেও সরকারের একান্ত প্রচেষ্টা ও কৃষকদের উৎপাদনের কারণে বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশের চেয়ে ভালো আছে। পন্য আমদানি করতে হলে এলসি খুলতে হয়। আগে টাকা কিংবা বাকিতেও এলসি খুলে আমদানি হয়েছে। কিন্তু এখন টাকা দিয়ে এলসি খুলতে পারছেন না। সরাসরি ডলার দিতে হচ্ছে। এজন্যই সিন্ডিকেট ভয়াবহ আকার ধারণ করেছে।
তিনি আরও বলেন, নিয়মিত বাজার মনিটর করতে হবে। যারা এলসি খুলে তেল গমসহ বিভিন্ন পন্য আমদানি করেন তারা বেপরোয়া সিন্ডিকেট শুরু করেছিল। কিন্ত সরকারের প্রচুর চাপে অনেক নিয়ন্ত্রণ আছে। সরকার যদি চাপে না রাখত তাহলে যে দামে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে তার দ্বিগুন দামে কিনতে হতো। আপনারা তৃনমূল পর্যায়ে নিয়োমিত বাজার মনিটর করেন এর সুবিধা অবশ্যই ভোক্তারা পাবে। বাজার মনিটরিং আইন ভালো ভাবে জানবেন, সিন্ডিকেট ফড়িয়া, মজুদকারি ও মোনাফালোভী, খাজনার নামে যারাই চাঁদাবাজি করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে নিদের্শনা দেন তিনি।
রোববার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জমান মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি বলেন, খাদ্য গুদামে ভয়াবহ সিন্ডিকেট চলছে। বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। ইচ্ছেমত সিন্ডিকেট করে ভোক্তাকে ঠকানো হচ্ছে। যার ফলে সরকারের বদনাম হচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের এমন অভিযোগে নাজেহাল হতে হয়। আমি অনুরোধ করব মাসিক সভার পর বাজার মনিটরিং নিয়ে প্রতি মাসে পর্যালোচনা করলে ভোক্তারা রক্ষা পাবেন।
এসময় অতিরিক্ত খাদ্য কর্মকর্তা নুর নবী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ওসিএলএসডি ওহেদুজ্জামান, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, মামুন, মডেল প্রেসক্লাবের সম্পাদক মনিরুজ্জামান মনি, সুজনসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।