রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে পাঁচ লিটার চোলাইমদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারগাঁ ইউপির কামারগাঁ গ্রামের আশকোর আলীর ছেলে মজিবুর রহমান (৬০) দীর্ঘদিন থেকে চোলাইমদের ব্যবসা করে আসছিলো। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ কামারগাঁ বাজারে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সলাম জানান, গ্রেফতারকৃতকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।