সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
সরজমিনে গবেষণা বিভাগ বিএআরআই বরেন্দ্র কেন্দ্র রাজশাহী এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্দ্যোগে তানোরে কৃষক পর্যায়ে আলুর ফসল উৎপাদন পানি সাশ্রয় প্রযুক্তি পরিদর্শন ও মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে তানোর দেবীপুর এলাকার তালন্দ ইউপির হলরুমে বিএআরআই প্রকল্পের উদ্দ্যোগে আলুর ফসল উৎপাদনে অল্টারনেট ফারো সেচ সাশ্রয়ী ব্যবহার শীর্ষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ড. আবদুর রাজ্জাকের (বিএআরআই) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। গেট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি গবেষণা ইন্সটিউিট ড. শওকত হোসেন, ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুজিত কুমার বিশ্বাস, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গাজিপুর ড. আক্কাস আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনন্সিটিউট গাজিপুর মাহবুবুর রহমান খান, গম গবেষণা গম গবেষক কেন্দ্র দিনাজপুর ড. নরেশ চন্দ্র দেব, ডাস্কোর সহকারী প্রদান পরিচালক জাহাঙ্গীর আলম, তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষকসহ কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং ডাস্কো সংস্থার কর্মকর্তাগণ বৈজ্ঞানিকগণ স্থানীয় কৃষক জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকরা আলু চাষে আল্টারনেট ফারো সেচ সাশ্রয়ী প্রদর্শনী ব্যবহার করলে পানি সাশ্রয় হবে। ভূগর্ভ পানি সম্পদ রক্ষা করা যাবে। পানি ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে ও কৃষিতে টেকসই উন্নয়ন হবে বলে জানান তারা।