তানোরে পুকুরপাড় থেকে যুবকের উলঙ্গ মৃতদেহ উদ্ধার

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৬:১৯ অপরাহ্ণ


তানোর প্রতিনিধি :
রাজশাহীতে পুকুরপাড়ে উলঙ্গ অবস্থায় শ্রী সুদেব (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুদেব রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ মাসিন্দা এলাকার শ্রী বসুদেবের ছেলে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সুদেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই মহাদেব জানায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আটটার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পরে রাতে আর বাড়ি ফিরেনি সুদেব। সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের অন্য সদস্যরা তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে জমির মধ্যে একটি ছোট পুকুর পাড়ে উলঙ্গ অবস্থায় সুদেবের লাশ দেখতে পান তারা।

পুলিশে খবর দেয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। সুদেবের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়নি। তবে সুদেব এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত।

তিনি আরো বলেন, সুদেব পুকুর পাড়ে উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার কাছে তেমন টাকা থাকে না, এমনকি মোবাইলও ব্যবহার করতো না সে। কী কারণে তার সাথে এমন ঘটনা ঘটলো আমরা বুঝতে পারছি না। তবে পুলিশের তদন্ত নিশ্চয় বেরিয়ে আসবে আসল ঘটনা কী।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো সেভাবে ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ