বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় রাজশাহীর তানোর থানার কালিগঞ্জ বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো- তানোর থানার মাসিন্দা গ্রামের মৃত হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন (৭৩), ময়েজ উদ্দিনের ছেলে খোকন (৩৫), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হাফিজুর (৩৫) এবং রাইতন বড়শোর সাইদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ওহাব আলীর ছেলে ছারু খান (২৯)। এ সময় আসামীদের থেকে মোবাইল ফোন ৫টি, সিম কার্ড ৫টি ও নগদ ৪১ হাজার ৩শো টাকা উদ্ধার জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহীর তানোর থানার কালীগঞ্জ বাজারস্থ মাদক ব্যবসায়ী ময়েজ উদ্দিন এর ঔষধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করছে- এ তথ্যের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
ধৃত আসামীগণ এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।