তানোরে বালানাশক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১১:১২ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:


তানোরে বালাইনাশক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোজদার হোসেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ মোজদার হোসেন কীটনাশক ব্যবসায়ীদের বলেন, আপনাদের কথার উপর কৃষকরা নির্ভর করে জমিতে বালাইনাশক সার ব্যবহার করে থাকেন। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে, প্রয়োজনের অতিরিক্র সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এ উপজেলায় জমি পরিক্ষা করে দেখা গেছে আলু রোপনের আগে প্রতি এক শতক জমিতে ৫ কেজি করে চুন ব্যবহার করতে হবে। এজন্য ব্যবসায়ী কোম্পানিরর রিটেলারদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ভাবে ভেজাল কীটনাশক ব্যবহার করা যাবে না। কারণ দিনের দিন কৃষি জমি কমছে, কিন্তু চাষাবাদ বাড়ছে। এজন্য জমির উর্বরতা কোনভাবেই নষ্ট করা যাবে না। বিশেষ করে মাঠ কর্মীদের আরো সতর্ক থাকতে হবে। কারন কৃষক উৎপাদন করছে বলেই দেশ টিকে আছে। পা ফাটা কৃষকরাই আমাদের মুল চালিকা শক্তি। সুতরাং সার্বক্ষণিক তাদের পাশে ও যে কোন পরামর্শ দিতে হবে তাদেরকে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদের সভাপতিত্বে ও উদ্ভিদ কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি প্রকৌশলী সাইদুর রহমান, সম্প্রসারন অফিসার শাহাদাত হোসেন, বিসিআইসির সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু প্রমুখ। এসময় উপজেলার বালাইনাশক ব্যবসায়ী ডিলার, রিটেলার, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী, মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ