শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিলকুমারী বিলের মুক্ত জলাশয় দীর্ঘ ৮ বছর ধরে হয়েছে মাছের মেলা। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের নিদের্শে মৎস্য সমিতির লোকজন বিলে জাল নামিয়ে মাছ ধরে ডাকবাংলা মাঠে মাছের মেলা বসানো হয়।
মেলায় সকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার লোকজন মাছ কিনার জন্য ভিড় জমায়। মেলায় আগত চিমনা গ্রামের মাছ কিনতে আসা হাবিবুর রহমান জানান, বিলকুমারি বিলের মাছের সুনাম রয়েছে। তাই প্রতি বছরের ন্যায় এবারো আমি প্রায় কয়েক প্রকার দেশি প্রজাতির মাছ কিনেছি। যদিও একটু দাম চড়া তার পরেও কিনেছি। কেননা বিলের মাছ আমি ও আমার পরিবারের লোকজন অনেক পছন্দ করি। তাই প্রায় ৫ হাজার টাকার মাছ ক্রয় করেছি।
এসময় মাছের মেলায় পরিদর্শন করেন রাজশাহী অধিদফতরের বিভাগীয় উপপরিচালক আব্দুল অদুদ, রাজশাহী জেলা খামার ব্যাবস্থাপক আব্দুল খালেক, উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী, সহকারী ভূমি কমিশনার নিলুফা ইয়াসমীন, উপজেলা মৎস্য অফিসার আরাফাত সিদ্দিকী, মৎস্য সমিতির সভাপতি দর্শনাথ হলদার প্রমুখ।