তানোরে বিষপানে বৃদ্ধের মৃত্যু

আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোর গত রোববার রাতে বিষপানে শফিকুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে। তিনি মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ৮টার দিকে নিজ ঘরে বিষপান করে শফিকুল ইসলাম ছটফট করতে লাগে। এমন সময় বিষয়টি  পরিবারের লোকজন  বুঝতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন আবস্থায় রাত দেড়টার সময় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার জানান। এ ঘটনায় তানোর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সালাম জানান, বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ