তানোরে বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ধান

আপডেট: মে ১২, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

তানোর পৌর প্রতিনিধি:


রাজশাহীর তানোরে রাতের আঁধারে ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় থানায় সোমবার (৯ মে) পর্যন্ত এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেননি।
তানোর উপজেলার কলমা ইউপির চক রহমত গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) রাতে শত্রুতাবসত এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ৪ বিঘা জমি ১৯৭৭ সালে ক্রয় করে দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধ করে চাষাবাদ কওে আসছি। ২০২৩ সালে ওই জমি নিজের দাবি করে তানোর সদরের হালিম নামের এক ব্যক্তি। জমিও দখলে নেয়ার চেষ্টা করেন। সেই থেকেই ওই জমির দখল নিয়ে মামলা চলছে। এখন পর্যন্ত আমার দখলে থেকে চাষাবাদ করা হচ্ছে।
সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া যায়, জমিতে রোপন করা বোরো ধানের শীষ সবেমাত্র বের হতে শুরু করেছে। ঘাস মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। ফলে পুরো ধান পুড়ে খড়ে পরিণত হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, শুনেছি এমন ঘটনা। তবে এখনো থানায় অভিযোগ হয়নি অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ