তানোরে বিয়ের রাতে আদিবাসী কিশোরী আত্মগোপন

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে বিয়ের রাতে এক আদিবাসী কিশোরী আত্মগোপন করেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে একজনসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে তানোর থানায় একটি অপহরণ মামলা করে।
মামলা খবর পেয়ে ওই কিশোরী নিজেই থানায় উপস্থিত হয়ে আত্মগোপনের কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, তাকে কেই অপহরণ করে নি। তার পিতা তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করলে সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তা ফুফুর বাড়িতে আত্মগোপন করেন বলে জানান তানোর থানা ওসি মির্জা আব্দুস সালাম।
তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার জৈনক আদিবাসীর কিশোরীকে তার পিতা মাতা জোরপর্বক বিয়ে দিতে চাইলে সে বাড়ি থেকে গোপনে চাঁন্দুড়িয়া তার ফুফুর বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে গত বুধবার রাতে ১জন নামধারী ও ৩জন অজ্ঞাতনামাকে আসামি করে তানোর একটি অপহরণ মামলা দায়ের করে।