শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর পৌর প্রতিনিধি
বর্তমান সরকার জনবিছিন্ন অগণতন্ত্র সরকার। তারা দেশে সুষ্ঠ নির্বাচন দিতে ভয় পায়। বিএনপিকে দমিয়ে রাখতে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পাহাড় সৃষ্টি করা হয়েছে। তাই আগামী নির্বাচনে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এজন্য বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমরান আলী মোল্লার ধানের চাতালে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাওয়াল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান হান্নান, উপজেলার বাঁধাইড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন জুয়েল, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির সহসভাপতি আবদুস সালাম, মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, থানা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মূর্তজা, তানোর পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান, তানোর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলতান আহম্মেদ, সাধারন সম্পাদক শরিয়তুল্লাহ, তানোর পৌর ছাত্রদলের সভাপতি আতিক হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।