তানোরে ভিজিডি’র চাল বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি



তানোর উপজেলার সরনজাই ইউপি’র দরিদ্রদের মধ্যে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সরনজাই ইউপি চত্বরে এক আলোচনাসভা আয়োজন করা হয়।  সরনজাই ইউপি’র চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, তানোর উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা সাদিকুল ইসলাম, সরনজাই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সরনজাই ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ সাদাৎ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সরনজাই ইউপি’র সচিব মোস্তাক আলী। দোয়া মোনাযান পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সয়াইবুর রহমান। এসময় সরনজাই ইউপি’র সকল সদস্যসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবদুল মালেক সরনজাই ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ প্রথম আনুষ্ঠানিকভাবে ভিজিডি কার্ড  ও চাল বিতরণ করা হয়।
এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী বলেন, প্রকাশ্যে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ভিজিডির চাল বিতরণ একটি প্রশংসনীয় উদ্দ্যোগ।