বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি :
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর তানোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। থানা পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে