তানোরে মাদকসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট: জুলাই ২০, ২০১৭, ১:০০ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে মাদক সেবনের অপরাধে দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার তালন্দ ইউপির নারয়ণপুর গ্রামের পিয়ার মণ্ডলের ছেলে শফিউল ইসলাম (৩৭) ও পাঁচন্দর ইউনিয়রনের চিনাশো গ্রামের হারুন রশিদের ছেলে আবদুর রকিব (২২)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই আবু রায়হান সরদার ও এএসআই শরিফুল ইসলাম মাদক সেবন অবস্থায় তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদেরকে বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ