রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে মাদক সেবনের দায়ে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে দুইজনকে দুইমাস ও একজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের ইছা আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪২) একই গ্রামের মুনীর উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) ও তানোর গ্রামের শাহিন আলম (৩২)।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাদেরকে হলদার পাড়ার নিচে থেকে আটক করে। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে দুইমাস ও একজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে তানোর অফিসার ইনর্চাজ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, তানোর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদেরকে গতকাল শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।