বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি:
তানোরে ইমন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সেই নিজ শয়ন কক্ষের ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচেছ। সে তানোর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড সিন্দুকাই মহল্লার গ্রামের মৃত ইনছান আলীর পুত্র। গত শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে তানোরের সিন্দুকাই মহল্লায় এই ঘটনা ঘটেছে। পরদিন রোববার (৮ জানুয়ারি) সকালে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পেয়ে দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বাড়ি তানোর পৌর এলাকার সিন্দদুকাই। মহল্লায়। ঘটনার সকালে নানার কাছে থেকে টাকা চান ইমন। কিন্তু নানা টাকা দিতে না চাইলে ইমন রাগান্বিত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।