তানোরে শিক্ষক-কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ

তানোর প্রতিনিধ:


রাজশাহীর তানোরে শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী নাইস গার্ডেনে তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী ও প্রাথমিক শিক্ষকদের মিলন মেলার আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে পিযুষ কান্তি চৌধুরীর সঞ্চালনায় তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী,সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ,বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,কামারগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান সহ সকল কলেজ প্রভাষক ও প্রাথমিক শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, যে জাতি উপকারীর উপকার স্বীকার করে না সে জাতি উন্নতি করে না। বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। শিক্ষকদের বলবো দেশকে ভাল বাসতে হবে, ভালভাবে পড়া লেখাপড়া করাতে হবে, নিজেকে ভাল শিক্ষক হতে হবে, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে তুলতে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের বাইরেও শিক্ষার্থীদের জন্য সময় দিতে হবে শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি বার বার মিথ্যা, অপপ্রচার করে বিদেশে জনমত সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ