তানোরে শিক্ষামেলা ও মিনা প্রর্দশনী অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি



রাজশাহীর তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তা উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে শিক্ষামেলা ও মিনা পরির্দশনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ মেলায় উপকরণ প্রর্দশনীসহ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বেলা ১১টার দিকে মেলার ৪টি ক্লাস্টার স্টল পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবদুল লতিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সাদিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকতা শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা শহিদুল ইলাম, একেএম মাসুদ রানা, আবদুস সামাদ, মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চোরখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ