তানোরে সরকারি গাছ কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে সরকারি গাছ কাটার অপরাধে ইলামদহী গ্রামের ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকালে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানার আদেশ দেন।
এর আগে গত ১৯ জানুয়ারি তানোরের পাঁচন্দর ইউপির ইলামদহী গ্রামের লোলাডাঙ্গা নামক স্থানের ১ নম্বর খাস থতিয়ানের হাল দাগ ৮১৮ দাগে প্রায় ৩০ বছরের পুরনো ৩৬টি জাম গাছ ও ৪০ বছর বয়সি বট গাছ কাটার অভিযোগে পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ খড়ি ও গাছ কাটার সরঞ্জমগুলো জব্দ করে। পরে  গাছগুলো ভূমি অফিসে এনে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ