রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে ফজলুর রহমান (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত ফজলুরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ফজলুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত টুড় মন্ডলের ছেলে।
পুশিল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদালতে দায়ের করা একটি পারিজারি মামলার সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই আবদুস সবুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে ফজলুর পলাতক ছিল। গতকাল সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।