তানোরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সহকারী গ্রন্থাগারিকের অপসারণ দাবি

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


রাজশাহীর তানোরে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জিয়াউর রহমান রাজু নামে এক সহকারী গ্রন্থাগারিকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গত মঙ্গলবার সকালে দিকে উপজেলার কচুয়া উচ্চবিদ্যালয়ে শ্লীলতাহানির এ ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার স্কুলের ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ করা হয়।
স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে ওই স্কুলের সহকারী গ্রন্থাগারিক প্রাইভেট পড়ানোর নাম করে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর কক্ষে নিয়ে শ্লীলতাহানি করে। এসময় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা তা দেখতে পেলে ওই শিক্ষক তাদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে শ্লীলতাহানির বিষয়টি কাউকে না বলার জন্য চাপ প্রয়োগ করে। পরে শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে একইদিন বিকেলে স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়।
পরে বৃহস্পতিবার সকালে ওই স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে সমবেত হয়ে লম্পট শিক্ষক জিয়াউর রহমান রাজুর অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। কোমলমতি শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম ঘটনাস্থলে জিয়াউর রহমান রাজু শিক্ষার্থী ও অভিভাবকদের রোষানল থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছে বলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফছার আলী জানিয়েছেন।
এ বিষয়ে জিয়াউর রহমান রাজুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি পরিস্থিতির শিকার। আমাকে ফাঁসানোর জন্য এ অভিযোগটি আনা হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান জানান, তার বিষয়ে এক ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ