রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোরে স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এক সন্তানের জননী ওই গৃহবধূর নাম ময়না আক্তার মুক্তা (৩৫)। তিনি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তানোর পৌরসদরের ফায়ার সর্ভিস অফিসের সামনের একটি ভাড়া বাড়ি থেকে ময়না আক্তার মুক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গৃহবধূ ময়না আক্তার মুক্তা ও তার স্বামী রবিউল ইসলাম তানোর ফায়ার সার্ভিস অফিসের রাস্তার পাশে আমজাদ নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে দুই তলায় বসবাস করতেন। বেশকিছু দিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল। এর জের ধরেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। পরিবারের লোকজন জানান, স্বামীর সঙ্গে ঝগড়া করার পরপরই তিনি গলায় দড়ি দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও জানান।