বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
তানোরের কালিগঞ্জ বাজার এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলেন- মোহনপুর উপজেলার কোটালীপাড়ার মৃত খলিল মোল্লার ছেলে রাতুল ইসলাম (৩৪)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে রাতুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।