মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে ১০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার মালার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির নিজামপুর গ্রামের প্রনেমের ছেলে প্রভাস চন্দ্র সাহা গাবু দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান ও এসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ মালার মোড় নামকস্থান থেকে ১০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ মির্জা আবদুস সলাম জানান, আটককৃতর বিরুদ্ধে মদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।