তানোরে ৩৯টি চোরাই মোবাইল ও নগদ টাকাসহ একজন গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি :


রাজশাহীর তানোর উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিভিন্ন কোম্পানির ৩৯ টি চোরাই মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকামহ ১জনকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম জাহিদ হাসান (৩০),সে মান্দা উপজেলার মশিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র।

এঘটনায় বোরবার (৩০ জানুয়ারি) রাত ১০টাদিকে তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনেক আসামী করে তানোর থানায ৪১১/৪১৩ ধারায় প্যানার কোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে চৌবাড়িয়া বাজার এলাকায় চৌরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০ টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার নেত্রীত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে চৌবাড়িয়া বাজারের কলেজের দক্ষিনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করেন।

এসময় তার কাছে থাকা একটি কালো ব্যাগে থাকা ৩৯ বিভিন্ন কোম্পানির চোরাই মোবাইল ফোন ও মোবাইল ফোন বিক্রির ৮ হাজা ৮শ’ টাকা উদ্ধার করেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরেই চোরাই মোবাইল ফোন ক্রয় ও বিক্রয় করে আসছিলো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেফতার করা। গ্রেফতাকৃতকে সোমবার দুপুরে পুলিশ স্কোটের মাধ্যমে জেল আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ