বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বাড়ি ফেরার পথে পথরোধ করে সিটি ব্যাংকের এজেন্ট ও মোবাইল ব্যাংকিং এজেন্ত এর প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে তালন্দ সরদার পাড়া গ্রামে এজেন্ট জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ঘটে ছিনতায়ের ঘটনাটি। ওই রাতেই থানার ওসি কামরুজ্জামান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্তে ও অভিযানে নেমে পড়েন। এতে রাত থেকে বিশেষ অভিযানে পরের দিন শুক্রবার সকালে তিন যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল, উপজেলার কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামের দুঃখু মিয়ার পুত্র মাসুম (২৫),একই ইউনিয়নের নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর রহমান (১৯), কুমড়াপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ৮জুন বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের সিটি ব্যাংক শাখার এজেন্ট জাহাঙ্গীর আলম বাড়ি যাওয়ার পথে জোর করে প্রায় চার লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল চরম আতংক।
এনিয়ে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং খোয়া যাওয়া মোবাইল ট্যাবগুলো উদ্ধার করা হয়েছে। তবে টাকা উদ্ধার ও তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়াও মামলার দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।